Bengali | Reported by Renaissance Chakraborty | Monday November 4, 2019
জগদ্ধাত্রী পুজোয় রাজ্যের বিভিন্ন অংশ এখন উৎসবমুখর। কলকাতার(Weather Update Kolkata) বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজোর জন্য উৎসবের আমেজ। কার্তিক মাসের শেষে এবছর হেমন্তর পরশ গায়ে মাখার সুযোগ হচ্ছে রাজ্যবাসীর। বলতে গেলে অনেক কাল পরে, কারণ গত কয়েক বছর ধরে আবহাওয়ার খামখেয়ালিপনায় ঋতু বৈচিত্র্য প্রায় ভুলতে বসেছিল বাঙালি। তবে এবার সঠিক সময়ে বর্ষা বিদায় নিয়েছে, দুর্গাপুজোর পর থেকেই হালকা ঠান্ডা ভাব অনুভব করা গেছে, কালীপুজোয় ঠান্ডা ভাব আরও বেড়েছে । গতকাল থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় শীত পড়েছে।
www.ndtv.com/bengali