Bengali | Edited by Jimmy Jacob, Rajit Das | Friday August 23, 2019
জামিনের বিরোধিতা করে ধৃতের বিরুদ্ধে ‘সৌধ-বিশালাকার’ (monumental) অর্থ তথরুপের অভিযোগ রয়েছে বলে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta)। তিনি বলেন, ‘দায়িত্বের সঙ্গে বলছি, এটা সৌধ-সম বিশালাকার টাকা নয়ছয়ের মামলা।’ চিদাম্বরমের বিপক্ষে বলার সময় সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেন, ‘এই মামলায় অর্থ এসেছিল বাইরে থেকে। বিভিন্ন ডিজিটাল ডকুমেন্ট, ই-মেইল থেকে সেই প্রমান মিলেছে। বিদেশে চিদম্বরমের কমপক্ষে ১০টি সম্পত্তি ও ১৭টি ব্যাঙ্ক অ্যাকউন্ট রয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জেরা না করলে এর পেছনে যারা জড়িত তাদের ধরা যাবে না।’
www.ndtv.com/bengali