Bengali | Press Trust of India | Saturday April 27, 2019
Election 2019: বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বললেন তাঁর সঙ্গে মুনমুন সেনের (Moon Moon Sen) ব্যক্তিগত পরিচয় বহুদিনের। বন্ধুত্বও রয়েছে সুন্দর। তবু, তাঁর সেই বন্ধু তৃণমূলের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর পর যেভাবে আক্রমণ করা শুরু করেছেন এবং কথায় কথায় নিজের মা'কে টেনে আনছেন, তা বাবুলকে (Babul Supriyo) অত্যন্ত হতাশ করেছে। আগামী ২৯ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে এই দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে লড়াই। যাঁদের দুজনের কারও মূল পরিচয়ই আসলে রাজনীতির ময়দানটি নয়। দুজনেই সাংস্কৃতিক জগতের কৃতী শিল্পী। একজন সঙ্গীত ও আরেকজন অভিনয় জগতের মানুষ। সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে বাবুল (Babul Supriyo) বলেন, “প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম, যেহেতু উনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন এবং সুচিত্রা সেনের মতো এক অভিজাত অভিনেত্রীর কন্যা(Moon Moon Sen), তাই ব্যক্তিগত আক্রমণের কাদা ছেটানোর প্রক্রিয়াটি থেকে নিজেকে দূরে রাখবেন। গত দিনদশেক ধরে তিনি যা যা বলে চলেছেন, আমি জানি, তা তৃণমূল নেতাদের সঙ্গে সময় কাটানোরই প্রভাব। আমার মনে হয়েছিল এটা হতে পারে। কিন্তু, এত দ্রুত ও এত বিস্তারিতভাবে হবে, সেটা ভাবতে পারিনি আমি”।
www.ndtv.com/bengali