Bengali | NDTV | Sunday September 1, 2019
New Traffic Rules in India 2019 : ১ লা সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে সচেতন হয়ে নিয়মানুসারে গাড়ি না চালালে, আপনার পকেটের ওপর আসতে পারে প্রবল চাপ, কারণ আজ থেকে লাগু হতে চলেছে মোটর ভিকেল এক্ট ২০১৯ (Motor Vehicles (Amendment) Bill, 2019) । এই আইনানুসারে আপনাকে প্রচুর টাকা জরিমানা দিতে হতে পারে। এই নিয়মানুসারে কোনো নাবালক / নাবালিকা গাড়ি চালালে তার রেজিস্ট্রেশন তো বাতিল করে দেওয়াই হবে, সেই সাথে জরিমানা স্বরূপ ২৫ হাজার টাকা দিতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। যা আগে ১০০ থেকে ৩০০ টাকা ছিল। দুই চাকার গাড়িতে দু-জনের বেশি বসলে ৫০০ টাকা জরিমানা, যা আগে ১০০ টাকা ছিল। দূষণ সার্টিফিকেট না থাকলে আগে ১০০ টাকা জরিমানা দিতে হোত, এখন তার জন্য ৫০০ টাকা দিতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আগে জরিমানা ছিল ৫০০ টাকা, এখন সেটার জন্য ৫০০০ টাকা দিতে হবে।
www.ndtv.com/bengali