Bengali | NDTV | Saturday May 25, 2019
অভিযান এঁদের রক্তে। বারেবারে তাই এঁদের হাতছানি দিয়ে ডাকে ভয়াল-সুন্দর এভারেস্ট (Mount Everest)। সেই কারণে মৃত্যু (Die) নিশ্চিত জেনেও এঁরা আকর্ষণ এড়াতে পারেন না পৃথিবীর উচচতম শৃঙ্গের। সেই নেশাই কাল হল ব্রিটিশ এবং আইরিশ পর্বতারোহীর (British, Irish Climbers)। শৃঙ্গ জয়ের স্বপ্ন বুকে নিয়ে দুর্গম পাহাড়ের কোলেরই তাঁরা ঘুমিয়ে পড়লেন চিরকালের মতো। খবর, এই নিয়ে গত একসপ্তাহের মধ্যে মোট ছয় জন পর্বতারোহীর মৃত্যু হল এভারেস্টকে ছুঁতে গিয়ে।
www.ndtv.com/bengali