Bengali | NDTV News Desk | Saturday April 27, 2019
"আমি এখানে প্রধানমন্ত্রীর কথা শুনতে এবং দেশকে সমর্থন করার জন্য রয়েছি” এনডিটিভিকে জানান ২৪ বছর বয়সী অনন্ত আম্বানি। মুম্বাই দক্ষিণ লোকসভা আসনের জন্য কংগ্রেসের মিলিন্দ দেওরাকে সমর্থন করেছিলেন অনন্তের শিল্পপতি বাবা মুকেশ আম্বানি। এর ঠিক এক সপ্তাহ পরই অনন্তকে মোদির সমর্থনে দেখা গেল।
www.ndtv.com/bengali