Bengali | Edited by Indrani Halder | Friday January 17, 2020
নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নির্ভয়া কাণ্ডে (Nirbhaya case) দোষী সাব্যস্ত ৪ আসামিকে আগামী সপ্তাহে ফাঁসিতে ঝোলানোর আগে অন্যতম দোষী মুকেশ কুমার সিংয়ের প্রাণভিক্ষার আবেদন দেশের রাষ্ট্রপতির (President) কাছে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার এবং বিনয়ের দায়ের করা কিউরিটিভ পিটিশন খারিজ করার পরে মুকেশ কুমার সিং (Mukesh Kumar) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে করুণার আবেদন (Mercy Petition) করে। বিনয় শর্মা, মুকেশ কুমার সিং, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তাকে আগামী বুধবার সকাল সাতটায় তিহার জেলে ফাঁসি দেওয়া হবে, এর আগে ট্রায়াল কোর্টের বিচারক এই বিধান দেন। দিল্লির এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করার সাত বছর পরে তাদের মৃত্যুর পরোয়ায় স্বাক্ষর করা হয়েছিল। ২০১২ সালের ডিসেম্বরে একটি চলন্ত বাসে ওই ছাত্রীকে গণধর্ষণ ও নির্যাতন করে রাস্তায় ফেলে দেওয়া হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার।
www.ndtv.com/bengali