Bengali | NDTV | Tuesday April 23, 2019
Election 2019 Phase 3: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল তৃতীয় দফা সবদিক থেকে বিশেষ হতে চলেছে। এরপর প্রার্থী ঘোষণার পর্ব সম্পন্ন হতেই সেই উত্তেজনা আরও বাড়ে। আজ দেশের ১১৭ টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট দিচ্ছেন প্রায় ১৮ কোটি ভোটার। এই সংখ্যাটি ব্রিটেনের জনসংখ্যার প্রায় তিন গুণ। শুধু তাই নয় দেশের দুটি জাতীয় দলের সভাপতি আজ প্রার্থী। গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আবার কেরালার ওয়ানড কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের পাশাপাশি এখান থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল।। এছাড়া ভোট- সমীকরণের দিক থেকেও এই নির্বাচন বিশেষ। গতবার একার ক্ষমতায় সরকার করলেও কয়েকটি জায়গায় বিজেপির ফল আশাপ্রদ হয়নি। আজ সেই সমস্ত কেন্দ্রেই নির্বাচন হচ্ছে। পাঁচ বছর সরকার চালানো বিজেপি এই চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
www.ndtv.com/bengali