Bengali | Edited by Shylaja Varma | Tuesday July 2, 2019
ভারী বর্ষণে (Mumbai heavy rain) কার্যত স্তব্ধ দেশের বাণিজ্য নগরীর জীবনযাপন। প্রবল বর্ষণ ও বন্যায় এখনও পর্যন্ত মুম্বাই শহর ও প্রতিবেশী থানেতে ১৬ জন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুম্বাইয়ের ২ কোটি বাসিন্দাদের লাইফলাইন হল লোকাল ট্রেন। শহরতলির পাশাপাশি লম্বা দূরত্বের ট্রেনগুলিও এই বিপর্যয়ে বাতিল হয়ে গেছে। মহারাষ্ট্র সরকার মুম্বাই ও শহরতলিতে সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস (Chief Minister Devendra Fadnavis) রাজ্যের বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোতেই পরামর্শ দিয়েছেন। আবহাওয়া দপ্তর আজ মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় লাল সতর্কতা (red alert in Mumbai today) জারি করেছে। মুম্বাইয়ের রাস্তাঘাট প্রতি বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত বন্যার কবলে পড়েই। সোমবার মুম্বাইয়ে ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত এক দশকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে।
www.ndtv.com/bengali