Bengali | Edited by Indrani Halder | Friday February 21, 2020
মোদি-মন্ত্রিসভার বিতর্কিত মন্তব্যকারী ব্যক্তিদের মধ্যে যাঁর নাম প্রথমের সারিতে আসবে তিনি হলেন গিরিরাজ সিং। এবার মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল ওই কেন্দ্রীয় মন্ত্রীকে ( Giriraj Singh)। এর আগেও তাঁর কথায় মুসলিম বিদ্বেষ ধরা পড়েছে। এবার সরাসরি তিনি বলেন যে ১৯৪৭ সালের আগেই এ দেশ থেকে সব মুসলমানদের (Muslims) পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তিনি বলেন,"১৯৪৭ সালের আগে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য যখন লড়াই করে যাচ্ছিলেন, জিন্নাহ তখন দেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছিলেন। তখন আমাদের পূর্বপুরুষরা একটি বড় ভুল করেন। যদি সেই সময় কেবলমাত্র মুসলিম ভাইদের সেখানে (পাকিস্তান) পাঠানো হত এবং সব হিন্দুদের এখানে নিয়ে আসা হত, তবে আজকের দিনটি দেখতে হত না। ভারতের জনগণ যদি ভারতেই আশ্রয় না পান, তবে পৃথিবীতে এমন কোন দেশ আছে কী যারা তাদের আশ্রয় দেবে?"
www.ndtv.com/bengali