Bengali | Edited by Indrani Halder | Wednesday January 8, 2020
বিহারের মুজফফরপুর হোমকাণ্ডে (Muzaffarpur Shelter Home Case) চাঞ্চল্যকর মোড়। ওই আশ্রয়কেন্দ্রে ৩৫ জন মেয়েকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠলেও তা নাকচ করে দিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের কাছে এক আশ্চর্য দাবি করল আজ (বুধবার)। সিবিআই শীর্ষ আদালতকে জানিয়েছে নিখোঁজ ৩৫ জন নাবালিকা, যাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল তাঁরা প্রত্যেকেই জীবিত আছে। পাশাপাশি ওই তদন্ত সংস্থা এও জানিয়েছে (CBI On Muzaffarpur Shelter Home) যে প্রায় দু'বছর আগে ওই শেল্টারহোম বা আশ্রয়কেন্দ্রে (Muzaffarpur Shelter Home) গণ-যৌন নির্যাতনের অভিযোগে করা মামলার তদন্তের কাজও শেষ হয়েছে।
www.ndtv.com/bengali