Bengali | Press Trust of India | Friday May 10, 2019
Loksabha Elections 2019: লোকসভা নির্বাচনের আর মাত্র দুটি দফার ভোট বাকি। রবিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তারমধ্যে বিভিন্ন জল্পনা, হিসেব নিকেষ শুরু হয়েছে জাতীয় রাজনীতির ভবিষ্যত নিয়ে। তারমধ্যেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি রুদ্ধদ্বার বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা, কল্পনা, হিসেব নিকেষ। কারণ, সেই বৈঠকটি হয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। তৃণমূলের শীর্ষস্তর সূত্র মারফৎ জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডুর প্রায় ১৫ মিনিটের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে তৃণমূলের এক নেতা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডুর মধ্যে মহাজোটের ভবিষ্যত নিয়ে আলোচনা নিয়েছে। পাশাপাশি টিডিডি নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের বিষয়টিও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
www.ndtv.com/bengali