Bengali | Edited by Indrani Halder | Monday December 16, 2019
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার বিক্ষোভ শুরু হল উত্তরপ্রদেশের লখনউের (Lucknow) নাদওয়া বিশ্ববিদ্যালয়েও। জানা গেছে, পড়ুয়া-বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটকে রেখে সেখানকার মূল প্রবেশদ্বার বন্ধ করে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের (Nadwa university) মূল ফটক বন্ধ করার পর সেই দরজায় প্রবল ধাক্কাধাক্কি শুরু করে বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে পুলিশকে লক্ষ্যে করে পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ। ক্যাম্পাসের ভেতর থেকে পাথরের পাশাপাশি ইট এবং চটি-জুতোও ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে কয়েকজন পুলিশ কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারের সামনের অঞ্চল ঘিরে রেখেছেন।
www.ndtv.com/bengali