Bengali | Edited by Anuj Pant | Saturday June 22, 2019
ট্যুইটারে(Twitter) হাসির হুল্লোড়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan Aide)সহকারী নঈম উল হকের ভুলে দিনভর মাইক্রো ব্লগিং সাইটে ছুটল হাসির ফোয়ারা। আজ পাক প্রধানমন্ত্রীর সহকারী ট্যুইটারে একটি ছবি শেয়ার করে নিচে ক্যাপশান দেন “পিএম ইমরান খান ১৯৬৯”।এই পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু ওই যাকে বলে গোড়ায় গলদ। ইমরান খানের (Imran Khan) ছবি বলে তিনি যে ছবি পোস্ট করে বসলেন তা হল ভারতীয় ক্রিকেটের আইকন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছবি।
www.ndtv.com/bengali