Bengali | PTI | Sunday October 14, 2018
আহত হন আরও কয়েকজন। তাঁদেরই একজন অজিত হালদারের মৃত্যু হল শনিবার রাতে। দুর্ঘটনার পর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি ছিল খুবই সংকটজনক। শেষমেশ মৃত্যুই হল তাঁর। এদিকে ইতিমধ্যে তদন্ত ভার হাতে নিয়েছে সিআইডি। শুধু তাই নয় কয়েকবার অজিতের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারীরা। বিস্ফোরণ সম্পর্কে কয়েকটি তথ্য তিনি সিআইডির কর্তাদের জানিয়েওছিলেন। কিন্তু এখন আর সেই সুযোগও রইল না। এই ঘটনায় আহত হয়েছিলেন শরত সেট্টি নামে এক ব্যক্তি। তাঁর শারীরিক পরিস্থিতিও ভাল নয়। তাছাড়া বিভাষের মায়েরও চিকিৎসাও চলছে হাসপাতালে।
www.ndtv.com/bengali