Bengali | Edited by Madhurima Dutta | Thursday November 28, 2019
ভোপালের সাংসদ বলেন, “নাথুরাম গডসেকে উদ্দেশ্য করে নয়...ডিএমকের সাংসদ এ রাজা উধম সিংয়ের নাম উল্লেখ করলে আমি তাকে বাধা দিয়েছিলাম।” এপ্রিল-মে মাসে জাতীয় নির্বাচনের প্রচারের সময় গডসেকে ‘দেশপ্রেমিক’ হিসাবে উল্লেখ করার পর থেকেই সমালোচিত প্রজ্ঞা ঠাকুরকে বৃহস্পতিবার প্রতিরক্ষা সম্পর্কিত একটি সংসদীয় পরামর্শক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য সংসদীয় সভায় অংশ নিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
www.ndtv.com/bengali