Bengali | Edited by Indrani Halder | Saturday January 25, 2020
হঠাৎ করেই ভীমা-কোরেগাঁও মামলাটির তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) -এর হাতে অর্পণ করল কেন্দ্র। মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্য সরকারে অনুমতি ছাড়াই এই মামলাটি (Bhima Koregaon Case) হস্তান্তরিত করা হয়েছে, এমনটাই অভিযোগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, এই পদক্ষেপ পুরোপুরি অসাংবিধানিক। এর আগে এই মামলাটির বিষয়ে পর্যালোচনা করতে পুনে পুলিশের সঙ্গে একটি বৈঠক করেন উদ্ধব ঠাকরে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু রাজ্যের (Maharashtra) তরফ থেকে এই মামলাটি নিয়ে তৎপরতা দেখানোর খবর প্রকাশ্যে আসতেই সাত তাড়াতাড়ি এনআইএ-কে মামলাটি (Koregaon-Bhima Case) হস্তান্তরিত করল মোদি সরকার।
www.ndtv.com/bengali