Bengali | Biren Bhattacharya | Friday August 16, 2019
জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ১১দিন পর দিল্লিতে ফিরলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। আধিকারিকরা জানিয়েছেন, বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর, সেখানে পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত দিক খতিয়ে দেখেন তিনি। ৬ অগস্ট জম্মু ও কাশ্মীরে পৌঁছান অজিত দোভাল (Ajit Doval), সেখানকার নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজের দায়িত্ব নেন, কোনও প্রাণহানি যাতে না হয় সেদিকে জোর দেন বলে জানিয়েছেন তাঁরা।
www.ndtv.com/bengali