Bengali | Edited By Debanish Achom | Wednesday May 1, 2019
ঘূর্ণিঝড় ফেনির (Cyclone Fani) শক্তি আরও বাড়ল। শক্তি বাড়িয়ে ওড়িশার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ফেনি, ১১টি জেলা থেকে উঠল আচরণ বিধি নৌসেনা তরফে জানান হয়েছে, মঙ্গলবার রাতের দিকে ঘূর্ণিঝড়টি ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে’ (Extremely Severe Cyclonic Strom) পরিণত হয়েছে। স্বভাবতই তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ উপকূলে চূড়ান্ত সর্তকতা জারি হয়েছে। মনে করা হচ্ছে পরশুদিন ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। সে সময় বাতাসে ঝড়ের গতিবেগ ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার মধ্যে থাকতে পারে বলে জানিয়েছেন ভুবনেশ্বরের হাওয়া অফিসের অধিকর্তা এইচআর বিশ্বাস। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে আর তাই প্রস্তুতিতে কোনও রকম ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দপ্তরের আধিকারিকদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
www.ndtv.com/bengali