Bengali | Edited by Indrani Halder | Saturday December 28, 2019
কোনওভাবেই রাজ্যের মানুষ সমস্যায় পড়ুন তা চান না তিনি, স্পষ্ট করে আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যেই রাজ্য প্রশাসনকে জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের (NPR) খসড়া তৈরি করার কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে যে, এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের খসড়া আসলে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জিকরণেরই (NRC) প্রথম ধাপ। এ বিষয়ে এর আগেও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে (BJP-led NDA government) আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। ফের একবার বললেন, রাজ্যের "মানুষকে সমস্যায় ফেলতে পারে" এমন কোনও কিছুর প্রয়োগ করতে দেবেন না তিনি (Mamata Banerjee)।
www.ndtv.com/bengali