Bengali | Edited by Indrani Halder | Wednesday March 25, 2020
করোনা-বিপর্যয়ে নড়েচড়ে বসেছে গোটা দেশ। এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে দেশবাসীকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বিভিন্ন রাজ্যের মানুষদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তৎপর হচ্ছে কেন্দ্র।এমনিতে রাজ্যের মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সাধারণত রাজ্য সরকারের অধীনেই থাকে, কিন্তু এই করোনা পরিস্থিতিতে আইনি পথ (National Disaster Management Act) অবলম্বন করে রাশ ধরছে কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে যুদ্ধ করতে এবার আসরে নামছে বিপর্যয় মোকাবিলা দফতর, "কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা" বিবেচনা করে পদক্ষেপ করবে তারা। যাঁরা লকডাউন (Coronavirus Lockdown) না মেনে রাস্তায় বের হবেন, তাঁদের বিরুদ্ধে যাতে কড়া আইনি (NDMA) ব্যবস্থা নেওয়া হয় এই জন্যে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে মোদি সরকার।
www.ndtv.com/bengali