Bengali | Asian News International | Thursday May 2, 2019
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪'টি উদ্ধারকারী ও সাহায্যকারী দল উপকূলবর্তী অঞ্চল এবং বন্যাপ্রবণ অঞ্চলগুলিতে সাইক্লোন ‘ফণী'র জন্য আগাম সতর্কতা হিসাবে আগে থেকেই পৌঁছে গেল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২'টি দল অন্ধ্রপ্রদেশে, ২'টি দল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ২'টি দল ঝাড়খন্ডে, ২'টি দল কেরালাতে, ২৮'টি দল ওড়িশাতে, ২'টি দল তামিলনাড়ুতে এবং ৬'টি দল পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে বলে জানানো হয় একটি বিবৃতিতে। এছাড়াও, ৩১'টি দল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শিবিরে রয়েছে ‘সতর্কতা' জারি করার পর থেকেই। তাদের মধ্যে ৬'টি দল অন্ধ্রপ্রদেশে, ১'টি দল ঝাড়খন্ডে, ১২'টি দল তামিলনাড়ুতে এবং ১২'টি দল পশ্চিমবঙ্গের শিবিরে রয়েছে। প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই কারণে।
www.ndtv.com/bengali