Bengali | Edited by Indrani Halder | Thursday August 27, 2020
করোনা পরিস্থিতিতে JEE, NEET পরীক্ষা আয়োজন প্রসঙ্গে দেশ জোড়া বিতর্কের মধ্যেই ভারত ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেড় শতাধিক শিক্ষাবিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) এই পরীক্ষা আয়োজনের পক্ষেই সায় দিয়ে চিঠি লিখেছেন। তাঁদের মতে, মেডিকেল (JEE EXAM) এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (NEET EXAM) জয়েন্ট এন্ট্রান্স (মেন) (JEE Mains) এবং নিট নিয়ে আরো দেরি করা মানে পরীক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা হয়ে যাবে।
www.ndtv.com/bengali