Bengali | Edited by Joydeep Sen | Saturday January 4, 2020
নেটফ্লিক্স ছ' মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করতে চাইলে ৮৮৬৬২৮৮৬৬২-এই নম্বরে মিসড কল দিন। সাম্প্রতিক এই প্রচার-বার্তা টুইটারে ছড়িয়েছে। এই প্রচার সম্পূর্ণ ভুয়ো বলে শনিবার দাবি করেছে নেটফ্লিক্স। জনৈক মুরারীকৃষ্ণ নামের এক নেটিজেন এমন টুইট করে আবেদন করেছেন, সীমিত সময়ের এই প্রচার কর্মসূচির অংশ হতে ৮৮৬৬২৮৮৬৬২-এই নম্বরে মিসড কল দিন।
www.ndtv.com/bengali