Bengali | Edited by Madhurima Dutta | Thursday December 12, 2019
শিগগিরই কাঙ্খিত নাগরিকত্ব পাবে বলে আশাবাদী দিল্লির এই পরিবার এই আনন্দেই তাদের নবজাতক কন্যার নাম রেখেছে ‘নাগরিকতা' (Nagrikta) অর্থাৎ নাগরিকত্ব (citizenship)। লোকসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হওয়ার আগে জন্মগ্রহণ করে এই শিশু, তবে নামকরণ হয় বিল পাস হয়ে যাওয়ার পরের সকালেই। নাগরিকতার পরিবার ২০১২ সালে ভারতে এসেছিল। উত্তর দিল্লির মজনু কা টিলায় (Majnu ka Tila) একটি পুনর্বাসনের কলোনিতে বাস করে এই পরিবার।
www.ndtv.com/bengali