Bengali | Edited by Indrani Halder | Thursday July 9, 2020
করোনা পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষের জন্যে সিবিএসই (CBSE) -র সিলেবাস কমানোর সিদ্ধান্তের নেপথ্যে যাঁরা ষড়যন্ত্রের গন্ধ (CBSE row) পাচ্ছিলেন তাঁদের মুখের উপর এবার মোক্ষম জবাব দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। সিবিএসই শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্যেই নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠক্রমে (CBSE syllabus) থাকা ১৯০ টি বিষয়ের মধ্যে থেকে ৩০ শতাংশে অধ্যায় কমিয়ে দিয়েছে।
www.ndtv.com/bengali