Bengali | Edited by Joydeep Sen | Monday April 20, 2020
ভারতের সংশোধিত এফডিআই নীতি (Amended FDi rule in India) বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ঘোষিত নীতির পরিপন্থী। সোমবার এই ভাষায় বিবৃতি দিল চিনা দূতাবাস (China Embassy)। সম্প্রতি এফডিআইয়ের চলতি ধারায় বদল এনেছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক। সেই বদল বিভেদমূলক, স্বাধীন ও সঠিক বাণিজ্যের বিরোধী। বিবৃতিতে এমন অভিযোগও করেছে বেজিং। তাদের দাবি "ফের ঘোষিত নীতিতে বদল আনুক ভারত।" সঙ্কটকালে মন্দার সুযোগ নিয়ে কেউ যাতে দেশীয় সংস্থাকে অধিগ্রহণ করতে না পারে, তাই চলতি এডফডিআই নীতিতে সংশোধনী আনে কেন্দ্রীয় সরকার। সুযোগের অপব্যবহার করে ভারতীয় সংস্থাকে চিনের অল্প পুঁজিতে অধিগ্রহণ করার কৌশল আটকাতে এই সংশোধনী। শনিবার এমনটা জানিয়েছিল কেন্দ্রীয় একটা সূত্র।
www.ndtv.com/bengali