Bengali | NDTV | Thursday April 18, 2019
আজ দেশের বিভিন্ন প্রান্তের ১১টি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৯৫টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে কাশ্মীরের উধমপুর ছাড়া শ্রীনগরও আছে। কাশ্মীরের অন্যান্য আসনে ভোট নেওয়া অন্য দফায়। উধমপুর এ রাজ্যের অন্যতম বড় আসন। প্রায় ১৭ লক্ষ ভোটার এই কেন্দ্রে আছেন। রামবন উধমপুর কাটোয়া- সহ ৬টি জেলার ১৭ টি বিধানসভা নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে।
www.ndtv.com/bengali