Bengali | Edited by Indrani Halder | Saturday October 26, 2019
পরিবেশ বান্ধব উপায়ে 'পৌষ মেলা'-র আয়োজন করার জন্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (National Green Tribunal) বা জাতীয় পরিবেশ আদালত (NGT)। প্রতি বছরই শান্তিনিকেতনে বীরভূম জেলা প্রশাসন ও বোলপুর পুরসভার সহযোগিতায় এই 'পৌষ মেলা'-র আয়োজন করে বিশ্বভারতী। জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি এস পি ওয়াংদি এবং প্রফেসর (ডঃ) পি সি মিশ্রের দুই সদস্যের এনজিটি বেঞ্চ তার নতুন নির্দেশে বিশ্বভারতীকে মেলা (Pous Mela) চলার সময় পরিবেশ সুরক্ষা এবং নিরাপত্তা রক্ষার জন্য জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার কথা বলেছে।
www.ndtv.com/bengali