Bengali | Edited by Divyanshu Dutta Roy | Tuesday July 16, 2019
সন্ত্রাস বিরোধী সংস্থা এনআইএ কে বেশী ক্ষমতা দিতে আনা বিল (NIA Amendment Bill) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও আসাউদ্দন ওয়েসির মধ্যে সোমবার তুমুল ঝড় লোকসভায়। এক বিজেপি সাংসদের বক্তব্য শুনতে বলা নিয়ে অমিত শাহকে আসাউদ্দিন ওয়েসি(Asaduddin Owaisi) বলেন, “আপনি আমাদের ভয় দেখাতে পারেন না”। এনআইএকে বেশী ক্ষমতা দিতে আনা বিলটিতে সাইবার ক্রাইম, মানব পাচার এবং বিদেশে থাকা ভারতীয় ওপর হামলার মতো অপরাধগুলির তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে এনআইএকে। সোমবার বিলটি (NIA Amendment Bill) পাশ হয়ে যায় রাজ্যসভায়।
www.ndtv.com/bengali