Bengali | Edited by Anindita Sanyal | Sunday June 2, 2019
মহাত্মা গান্ধীর জন্মদিন পালন কেন করা হয়? টুইটারে এমন প্রশ্ন তুলে বিপাকে মহারাষ্ট্রের এক আইপিএস অফিসার । তাঁকে চাকরি থেকে বরখাস্তের দাবি করা হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির পক্ষে। ওই আধিকারিকের দাবি, তাঁর টুইটটি তিনি ব্যঙ্গাত্মক সুরে লিখেছিলেন। কিন্তু সেটিকে আক্ষরিক অর্থে ধরার ফলেই ভুল বোঝা হচ্ছে। নিধি চৌধুরী নামের ওই আধিকারিক টুইটারে ১৭ মে হ্যাশট্যাগ গডসে দিয়ে পোস্টটিতে প্রশ্ন তুলেছিলেন, মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ পালন নিয়ে। দাবি করেছিলেন, গান্ধীর মূর্তিগুলি সরিয়ে ফেলা হোক এবং তাঁর ছবিগুলিও দেওয়াল থেকে নামিয়ে রাখা হোক। সরিয়ে ফেলা হোক নোট থেকেও। শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট পার্টির দাবি, বৃহন্মুম্বইয়ের ওই আধিকারিককে জরিমানা করা উচিত। NDTV-কে তিনি বলেন, ‘‘আমি কখনওই মহাত্মা গান্ধীকে অপমান করিনি। ওঁরা এটা বুঝলেন না যে আমি টুইটটা লিখেছি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে!’’
www.ndtv.com/bengali