Bengali | Edited by Indrani Halder | Saturday March 7, 2020
ফাঁসি রুখতে ক্রমাগত চেষ্টা চালিয়েই যাচ্ছে নির্ভয়া কাণ্ডের আসামিরা। গত বৃহস্পতিবারই দিল্লির আদালত আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটার সময় চার দোষীর ফাঁসি (Nirbhaya Case) কার্যকরের উদ্দেশে নতুন মৃত্যু পরোয়ানা জারি করে। আর তারপরেই সেই মৃত্যুদণ্ড রদ করতে নয়া চাল চাললেন মুকেশ সিংয়ের উকিল মনোহর লাল শর্মা। সুপ্রিম কোর্টে করা ওই আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover) মিলিত ভাবে মুকেশকে (Mukesh Singh) ফাঁসাতে ‘অপরাধমূলক ষড়য়ন্ত্র’ ও ‘জালিয়াতি’ করেছে, তাকে ভুল পথে চালিত করেছে ৷ তাই আবার নতুন করে আইনি সাহায্য দেওয়া হোক নির্ভয়া গণধর্ষণকাণ্ডের অন্যতম ওই অপরাধীকে ৷ আর যেভাবে তার সঙ্গে আইনি প্রতারণা করা হয়েছে তার সিবিআই তদন্ত হওয়া উচিত, এমনটাও আবেদন করা হয়।
www.ndtv.com/bengali