Bengali | Edited by Indrani Halder | Monday January 20, 2020
সোমবার নির্ভয়া গণধর্ষণ মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদনের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। দিল্লির ওই ধর্ষণকাণ্ডের (Nirbhaya Case) সময় সে নাবালক ছিল, তাই তার সাজা লাঘব করা হোক এই দাবিতেই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয় সে। সুপ্রিম কোর্টে পবন গুপ্তার হয়ে স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition) দায়ের করেন তার আইনজীবী। নিজেকে 'নির্দোষ' বলে দাবি করে নির্ভয়া কাণ্ডের অন্যতম আসামির দাবি, মামলা চলাকালীন তার (Nirbhaya Convict Pawan Gupta) নাবালক হওয়ার বিষয়টি উপেক্ষা করেছে দিল্লি আদালত।
www.ndtv.com/bengali