Bengali | Edited by Indrani Halder | Friday March 20, 2020
এতদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি, গত কয়েক বছর সব কাজ শিকেয় তুলে টানা আদালতে চক্কর কেটেছেন, একটাই চাহিদা ছিল, তাঁর মেয়ের (Nirbhaya) মৃত্যুর অপরাধীরা যেন চরম শাস্তি পায়, তিনি বদ্রীনাথ, নির্ভয়ার বাবা। ২০১২ সালের একটি শীতের রাত তাঁর কাছে হয়তো চিরদিন দুঃস্বপ্ন হয়েই থাকবে, তবু এটুকুই শান্তি যে, যে মানুষ রূপী দানবরা তাঁর মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় ও মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাঁদের ফাঁসি শেষপর্যন্ত কার্যকর হয়েছে, না শত চেষ্টার পরেও আইনের ফাঁক গলে বাঁচতে পারেনি নির্ভয়া কাণ্ডের অপরাধীরা। শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে দিল্লির তিহার জেলে নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের (Nirbhaya case) ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে দেন পবন জল্লাদ। এই চরম শাস্তিই তো চেয়েছিল নির্ভয়ার পরিবার। দোষীদের মৃত্যুদণ্ড (Nirbhaya Convicts Hanged) হওয়ায় খুশি নির্ভয়ার মা আশা দেবীও। বিচার বিভাগ ও সরকারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
www.ndtv.com/bengali