Bengali | Edited by Joydeep Sen | Thursday January 16, 2020
ওই পরিবারকে ন্যায় দিতে অযথা দেরি করেছে আপ, এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় ওই মন্ত্রী (Union Minister) বলেন, "আড়াই বছর ধরে কেন চার অপরাধীকে বলা হয়নি প্রাণভিক্ষার (Mercy Plea) জন্য দরবার করতে?" এদিকে জানা গেছে, ২২ জানুয়ারি সকাল ৭ টা নাগাদ ওই চার জনের ফাঁসি (Execution) সম্পন্ন করার নির্ঘণ্ট। কিন্তু নতুন করে অন্যতম এক অপরাধী প্রাণভিক্ষা মঞ্জুর করতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ।
www.ndtv.com/bengali