Bengali | Edited by Indrani Halder | Wednesday January 29, 2020
"জেলের ভোগান্তি ক্ষমা প্রার্থনার পক্ষে কোনও যুক্তি হতে পারে না". নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার (Nirbhaya Case) অন্যতম আসামি মুকেশ কুমার সিংয়ের প্রাণভিক্ষার সর্বশেষ আবেদনও খারিজ করে বলল সুপ্রিম কোর্ট। এর আগে মুকেশের (Nirbhaya Convict) প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতির খারিজ করে দেওয়ায় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সেই আবেদনের (Mercy Petition) পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালত জানিয়েছে, "এটা কখনোই বলা যায় না যে রাষ্ট্রপতি তার ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে ভাবনাচিন্তা করেননি"।
www.ndtv.com/bengali