Bengali | Press Trust of India | Thursday April 25, 2019
Lok Sabha elections 2019: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বুধবার তিনি(Nirmala Sitharaman) বললেন, তৃণমূল কংগ্রেস যে 'পরিবর্তন'-এর ডাক দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, বাস্তবে সেই পরিবর্তন এসেছে কেবল রাজ্যের একটি পরিবারেই। ওই পরিবারের সকল সদস্যের জীবন ভরে উঠেছে 'সৌভাগ্য'-তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে ইঙ্গিত দেওয়ার পর তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের 'সিন্ডিকেট মোর্চা'র চালিকাশক্তি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী(Nirmala Sitharaman) কারও নাম না করলেও, তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'র দিকেও ইঙ্গিত করেন। ঝাড়গ্রামে একটি জনসভা করতে এই বিজেপি নেত্রী বলেন, "পরিবর্তন তো শুধু এই রাজ্যের একটি পরিবারেই হয়েছে। এমন পরিবর্তন যে, ওই পরিবারের এক সদস্য ভুরি ভুরি সোনা নিয়ে আসছেন"।
www.ndtv.com/bengali