Bengali | NDTV | Friday July 5, 2019
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) পরিকাঠামো ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাজেট(Union Budget) পেশ করেন।লোকসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ফের একবার ক্ষমতায় আসা নরেন্দ্র মোদি সরকারের(Modi Govt) প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি।দেশের মধ্যবিত্ত শ্রেণীর আয়কর কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে কোনও পরিবর্তন না আনলেও সাশ্রয়ী মূল্যের ঘর এবং বৈদ্যুতিক যানবাহন কিনতে আগ্রহীদের জন্য সরকারের তরফ থেকে ইনসেনটিভের ঘোষণা করেছে। পাশাপাশি পেট্রোল ওডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ১টাকা অতিরিক্ত আবগারি শুল্ক ও আরও ১টাকা সেস বসানোর কথা ঘোষণা করে বিরোধীদের সমালোচনার সম্মুখীন হয়েছেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ সময়ের মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশের আগেই চিরাচরিত ছক ভাঙেন। ব্রিটিশ যুগ থেকে চলে আসা লাল ব্রিফকেস হাতে না নিয়ে এসে একটি লাল রঙের ফাইল নিয়ে সংসদে বাজেট পেশ করতে আসেন নয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২ঘণ্টা ১৭ মিনিট ধরে বাজেট পেশ করতে দেখা যায় নির্মলা সীতারামনকে।
www.ndtv.com/bengali