Bengali | Edited by Indrani Halder | Friday June 12, 2020
এক ব্রিটিশ লেখকের উদ্ধৃতি তুলে ধরে দেশের অর্থনীতি (Economy) নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ (Ramachandra Guha)। আর তাই নিয়েই রীতিমতো টুইট যুদ্ধ শুরু হয়ে গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে। রামচন্দ্র গুহ ব্রিটিশ লেখক ও বামপন্থী নেতা ফিলিপ স্পাটের ১৯৩৯ সালের একটি উদ্ধৃতি টুইট করেন। সে সময়ে ফিলিপ লিখেছিলেন, ‘‘গুজরাট আর্থিক ভাবে উন্নত হলে, বৌদ্ধিক ভাবে পিছিয়ে পড়া প্রদেশ। বিপরীতে বাংলা আর্থিক ভাবে পিছিয়ে থাকলেও, সাংস্কৃতিক ভাবে এগিয়ে’’। এই টুইটের পরেই রামচন্দ্র গুহের সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়ে পড়েন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। শুধু তাই নয়, বিখ্যাত ওই ঐতিহাসিকের সঙ্গে টুইটে কথা কাটাকাটি হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরও।
www.ndtv.com/bengali