Bengali | Reported by Manish Kumar, Edited by Biswadip Dey | Tuesday January 28, 2020
বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) তাঁর ঘনিষ্ঠ দলীয় সতীর্থ প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) কার্যত দল থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। সম্প্রতি প্রশান্ত কিশোর সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন। আক্রমণ করেছেন তাঁদের জোটসঙ্গী বিজেপিকে। মঙ্গলবার দলীয় নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠকের পর নীতীশ কুমার প্রশান্ত কিশোর সম্পর্কে বললেন, ‘‘রহেগা তো ঠিক, নেহি রহেগা তো ঠিক।’’ প্রশান্তকে হুঁশিয়ারি দিয়ে প্রবীণ নেতা বলেন, ‘‘উনি এরই মধ্যে অন্য দলের কৌশলী হিসেবে কাজ করেছেন। কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। যদি উনি দলে থাকতে চান, তাহলে তাঁকে দলের গঠন সম্পর্কে অবগত থাকতে হবে।’’ জেডিইউয়ে কার্যত দ্বিতীয় ব্যক্তি প্রশান্ত কিশোর। তিনি দলের নির্বাচনী কৌশলীও। এদিন প্রশান্তকে বিঁধে নীতীশ কুমার জানান, ‘‘জানেন উনি কী করে দলে এসেছিলেন? অমিত শাহ আমাকে বলেন ওঁকে নিতে। উনি নিশ্চয়ই কিছু ভাবছেন। সম্ভবত উনি বেরিয়ে যেতে চান।’’
www.ndtv.com/bengali