Bengali | Edited by Biren Bhattacharya, Indrani Halder | Wednesday April 1, 2020
দিল্লির নিজামুদ্দিনের প্রায় ১৩৪ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পরেই, ২,৩০০ জনকে বের করে দেওয়া হয় দিল্লির ওই বিল্ডিং থেকে। দিল্লিতে তবলিঘি জামাত গোষ্ঠীর লদর দফতর “মার্কাজ নিজামুদ্দিন”- এ জড়ো হয়েছিলেন শতাধিক ব্যক্তি। করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হওয়ার পরেই, নিজামুদ্দিন বিল্ডিং টিকে করোনা ভাইরাসের আতুঁরঘর হিসেবে চিহ্নিত করা হয়, তারপরেই সোমবার বিল্ডিংটি খালি করে দেওয়া হয়। মার্কাজের কর্মকর্তাদের দাবি, তাঁদের বিল্ডিং এ ছিলেন মোটামুটি ১,০০ জন। নিশ্চিদ্র নিরাপত্তায় মসজিদ সংলগ্ন এলাকার রাস্তা মুড়ে ফলে হয়েছিল। মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে।
www.ndtv.com/bengali