Bengali | Edited by Biren Bhattacharya, Indrani Halder | Tuesday March 31, 2020
দিল্লিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৪, এবং নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের পর আরও লোকের শরীরে এই মারণ ভাইরাস মিলতে পারে বলে মনে করা হচ্ছে, যার কারণে ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দিল্লির “মর্কজ নিজামুদ্দিন” এ কয়েক সপ্তাহ ধরে জমায়েত হয়েছিল প্রায় ২০০০ লোকের। সোমবার ৩০০ এর বেশি লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁদের শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। এদিন সকালে, মার্কজ নিজামুদ্দিন সিল করে দেওয়া হয়, এবং ৭০০ বেশি লোককে বের করে শহরের বিভিন্ন জায়গায় কোয়ারান্টাইনে রাখা হয়। মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যে সমস্ত রাজ্যের মানুষ ওই জমায়েতে যোগ দিয়েছিলেন তাঁদের খোঁজ করা হচ্ছে রাজ্যগুলির তরফে। কেন্দ্রী স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, “এটা দোষ দেখার সময় নয়, কাজ করার সময়”।
www.ndtv.com/bengali