Bengali | Written by Joydeep Sen | Saturday March 28, 2020
অপরদিকে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের এলাকা সুন্দরবনও এখন পর্যটকশূন্য। সেই বনকর্তা বলেছেন, "সাধারণ ভাবে প্রতিবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ ঘুরতে আসেন। এই বছরে সেই সংখ্যাটা শূন্য। এমনিতেও আমরা পর্যটকদের ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চলে ঢুকতে দিই না। নদী থেকে ভেসেল চড়ে দূর থেকে বাঘ দর্শন করতে পারেন পর্যটকরা।" জানা গিয়েছে, সুন্দরবনে এখন রয়্যাল বেঙ্গল বাঘের সংখ্যা ৯০।
www.ndtv.com/bengali