Bengali | Edited by Indrani Halder | Monday April 13, 2020
করোনা ভাইরাস, দেশ তথা গোটা বিশ্বে এখন এই একটা নামেই (Coronavirus) থরহরিকম্প সবাই। এই সংক্রমণ থেকে বাঁচতে সবাই চাইছে করোনার কোনও রকম লক্ষণ দেখা গেলেই সাত তাড়াতাড়ি পরীক্ষাটি করিয়ে নেওয়ার। সময়ের সঙ্গে সঙ্গে করোনাও (COVID-19) তার স্বভাব বদলাচ্ছে, যেন লুকোচুরি খেলা খেলছে মৃত্যুদূত। উত্তরপ্রদেশের নয়ডায় (Noida) যে ঘটনা ঘটলো তারপরে তো এমনই ভাবতে বাধ্য হচ্ছেন সকলে। সম্প্রতি করোনা আক্রান্ত সন্দেহে ২ ব্যক্তিকে নয়ডার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মমাফিক করোনা ভাইরাসে তাঁরা আদৌ আক্রান্ত কিনা জানতে পরীক্ষা করা হয়, একবার নয়, দু'দুবার। দু'বারই পরীক্ষায় ফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয়বারের পরীক্ষার ফল হয় করোনা পজিটিভ।
www.ndtv.com/bengali