Bengali | Edited by Indrani Halder | Monday June 8, 2020
রাজ্যে (West Bengal) এবার শুরু হতে চলেছে 'ঝরঝর মুখর বাদল দিন' (Monsoon Bengal)। কেননা আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ১১ থেকে ১২ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে দুদ্দাড় করে এসে পড়ছে বর্ষারানি। আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে দেখা দেওয়া নিম্নচাপ রেখাটি আরও প্রবল হতে চলেছে। তার ফলে আগামী ১২ জুনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে (Monsoon Northeast) এসে পড়বে বর্ষা।
www.ndtv.com/bengali