Bengali | Press Trust of India | Sunday April 28, 2019
Vote In Asansol: গত কয়েক বছরে বেশ কয়েকবার শ্রমিক আটকে বা মৃত্যুর মতো ঘটনা ঘটেছে।নাম জানাতে অনিচ্ছুক এক শ্রমিক নেতা জানালেন, স্থানীয় কোনও শ্রমিকের কিছু হলে ক্ষতিপূরণ বাবদ ১ লাখ টাকা পান, পাশ্বর্বতী এলাকার উপজাতির হলে হলে তিনি পান ৫০,০০০ টাকা। তিনি বলেন, “কেউই তাঁদের কথা বলতে সাহস পান না, নাহলে তাঁদের প্রাণে মেরে ফেলা হবে”। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, “সবাই জানে, স্থানীয় প্রশাসন এপবং তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত রয়েছে কয়লা মাফিয়াদের। কাজটা এখন ধীরে চললেও, নির্বাচন হয়ে গেলেই গতি আসবে”।
www.ndtv.com/bengali