Bengali | Edited by Indrani Halder | Thursday February 20, 2020
এবার অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) নির্মাণের লক্ষ্যে গঠিত ট্রাস্ট নিয়ে শুরু হল নয়া বিতর্ক। কেননা মন্দির নির্মাণের দায়িত্ব এমন একজনকে দেওয়া হল যার বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের মতো অভিযোগ রয়েছে। রাম মন্দির ট্রাস্টের প্রধান করা হল বিশ্ব হিন্দু পরিষদের রাম জন্মভূমি ন্যাসের প্রধান তথা বাবরি মসজিদ ধ্বংস মামলার অন্যতম অভিযুক্ত নৃত্য গোপাল দাসকে। পাশাপাশি রাম মন্দির ট্রাস্টের (Ayodhya Temple Trust) সাধারণ সম্পাদক হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি চম্পক রায়। সবচেয়ে বড় কথা রাম মন্দির (Ram Temple) নির্মাণ কমিটির সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে নৃপেন্দ্র মিশ্রকে (Nripendra Mishra), যিনি মোদির প্রাক্তন সহযোগী ছিলেন।
www.ndtv.com/bengali