Bengali | Edited by Biswadip Dey | Sunday January 19, 2020
কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিবাল (Kapil Sibal) দাবি করলেন, ‘‘কোনও রাজ্য সরকারের পক্ষে এটা বলা কঠিন যে আমরা সংসদে পাস হওয়া আইনকে মেনে চলব না।’’ শনিবার কোঝিকোড়ে কেরল সাহিত্য উৎসবে যোগ দিতে এসে এই কথা বলেন কপিল। তিনি বলেন, ‘‘রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা দিচ্ছে তারা নাগরিকত্ব আইন (CAA), এনআরসি (NRC) ও এনআরপি (NRP) নিয়ে অখুশি। এনআরসি তৈরি হয় এনআরপির উপরে ভিত্তি করে। এবং সেটা কোনও স্থানীয় রেজিস্ট্রার বাস্তবায়িত করবেন।’’ তিনি আরও বলেন, ‘‘বলা হচ্ছে আমরা রাজ্য স্তরের আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করতে দেব না। আমি জানি না এটা সম্ভব কিনা। এটা একটা ধূসর এলাকা।’’
www.ndtv.com/bengali