Bengali | NDTV | Monday July 1, 2019
দু-হাতের পাতায় মেহেন্দির সূক্ষ্ম কাজ। গলায় মঙ্গলসূত্র। হাত ভর্তি চুড়া। সিঁথি জুড়ে সিঁদুরের লালিমা। পরনে শাড়ি। আঁচল টেনে জড়ানো বুকে-পিঠে। ১৯ জুন বিয়ের পর সনাতনী হিন্দু বিবাহিত মেয়ের সাজেই ২৫ জুন লোকসভায় সাংসদের শপথবাক্য পাঠ করেন নুসরত জাহান। তাই নিয়েই অসন্তোষ, ক্ষোভ মুসলিম কট্টরন্থীদের মধ্যে। একজন মুসলিম কেন হিন্দুু সাজে সাজবেন? এই সাজ যে ধর্মবিরোধী! বিষয়টি নিয়ে নায়িকা-সাংসদের বিরুদ্ধে ফতোয়া জারি করতেই এবার পাশে দাঁড়ালেন আরেক বঙ্গ সাংসদ এবং নুসরতের সতীর্থ মিমি চক্রবর্তী।
www.ndtv.com/bengali