Bengali | Indo-Asian News Service | Friday March 15, 2019
তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি ক্যান্ডিডেট নুসরৎ জাহানের (Nusrat Jahan) কাছে রাজনীতিতে পা রাখাটা আসলে বাড়ির কাজের মতোই একটা কাজ। তিনি জানিয়েছেন, এই নতুন ভূমিকার জন্য তাঁর সিনেমার কেরিয়ার কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তিনি খুব ভালোভাবেই দু’টি দায়িত্বে ভারসাম্য রেখে কাজ করতে পারবেন।
www.ndtv.com/bengali